বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
 শিরোনাম
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : ড. ইউনূস বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জাপানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি নতুন মামলায় আনিসুল ও ফারুক খানসহ ৮ জন আটক বদলি ১২ পুলিশ সুপারকে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত ডিসেম্বরে শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, নামতে পারে শৈত্যপ্রবাহ জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’ : প্রধান উপদেষ্টা

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো. লি.  কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানিয়েছেন, কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। শুক্রবার কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। ধারনা করা হচ্ছে ওই পাউডারগুলো দাহ্য পদার্থ। কারখানাটিতে ভারি মেশিনারি সরানোর জন্য শুক্রবার বিকালে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করার সময় আগুনের একটি ফুলকি থেকে আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সামনে থাকা ৬ শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসক।

বেলাবো থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আহতদের ঢাকায় নিয়ে যায়। পরে রাতে আমরা বিষয়টি জানেতে পেরেছি।