শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো. লি.  কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানিয়েছেন, কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। শুক্রবার কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। ধারনা করা হচ্ছে ওই পাউডারগুলো দাহ্য পদার্থ। কারখানাটিতে ভারি মেশিনারি সরানোর জন্য শুক্রবার বিকালে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করার সময় আগুনের একটি ফুলকি থেকে আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সামনে থাকা ৬ শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসক।

বেলাবো থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আহতদের ঢাকায় নিয়ে যায়। পরে রাতে আমরা বিষয়টি জানেতে পেরেছি।