রবিবার, এপ্রিল ২০, ২০২৫
 শিরোনাম
এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদ নির্মূলে : আলী রীয়াজ পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে ভর্তুকি মূল্যে : পরিবেশ উপদেষ্টা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কাল থেকে বিচারকাজ শুরু হাইকোর্টের ৪৮টি বেঞ্চে ঢাকা ও ইসলামাবাদের এফওসি প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে : পানি সম্পদ উপদেষ্টা মৎস্যের গুণগত মান এবং রপ্তানির হার বৃদ্ধি পেয়েছে: মৎস্য উপদেষ্টা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিনের জমি-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

কোপা শিরোপা জিতল আর্জেন্টিনা

কোপা শিরোপা জিতল আর্জেন্টিনা

কোপা-বিশ্বকাপ-কোপা, পরপর এই তিনটি শিরোপা জিতে অনন্য এক নজির গড়েছে আর্জেন্টিনা। মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি। শুধু ইউরোপের দেশ স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের নজির গড়েছিল।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দারুণ এক দল গড়ে তুলেছেন আর্জেন্টিনা ইতিহাসের সফলতম কোচ লিওনেল স্কালোনি। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে খাদের কিনারা থেকে উঠে ২০২১ সালে প্রথমে কোপা আমেরিকা এবং পরে বিশ্বকাপ জয় করে আলবিসেলেস্তেরা।

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর একটা মনোবল ভেঙে পড়া দল পেয়েছিলেন স্কালোনি। সে দলকেই ঘষেমেজে ২০২১ সালে কোপার শিরোপা জয় করেন তিনি। যার মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনার।

এরপর ২০২২ সালে প্রথমে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা ও কাতারের মাটিতে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে তখন উচ্ছ্বাসে ভাসে আলবিসেলেস্তেরা।

সে ধারা ধরে রেখে এবার ফের কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফাইনালের অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে কলম্বিয়াকে কাঁদিয়ে ফের কোপার চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়ারা। আর পরপর তিন শিরোপা জিতে এখন অনন্য এক রেকর্ডের মালিক আলবিসেলেস্তেরা।