শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
 শিরোনাম
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, আটক ৬ শ্রম ভবনের সামনে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের অবস্থান প্রধান উপদেষ্টার সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ও ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে ভাগ হচ্ছেন আজ পবিত্র ‘লাইলাতুল কদর’ সিসিইসিসি প্রেসিডেন্টের সঙ্গে বিডা চেয়ারম্যানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবেশ উপদেষ্টার আন্তঃসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের আহ্বান চীনের উদ্দেশে চারদিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্যারিস অলিম্পিকে কোন দেশ কতটি পদক পেল

প্যারিস অলিম্পিকে কোন দেশ কতটি পদক পেল

জমে উঠেছে অলিম্পিকের পদকের লড়াই। মেডেল টালিতে রোববার একাধিকবার এসেছে পরিবর্তন। শ্যুটিং ইভেন্টে চীন নিশ্চিত করেছিল এবারের অলিম্পিকে নিজেদের তৃতীয় সোনা। পুরো দিনে এশিয়ান জায়ান্টদের স্বর্ণপ্রাপ্তি ওই একটিই। জাপান আর দক্ষিণ কোরিয়া এরপর দাপট দেখিয়েছে। যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে একাধিকবার। 

সাঁতারে ফ্রান্সের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন লিও মারশাঁ। ২০০৮ সালে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড ভেঙে জিতেছেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। সুইমিং পুলে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। আবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটির হ্যাট্রিক স্বপ্ন ভেঙেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। 

দিনের শেষ স্বর্ণপদক জিতেছে জাপান। এখন পর্যন্ত পদক তালিকার সবার ওপরে তারা। ৪ সোনা গিয়েছে সূর্যদোয়ের দেশে। অস্ট্রেলিয়ার ঝুলিতেও আছে ৪ সোনা। তবে মোট পদকের সংখ্যায় জাপানের পেছনে থাকায় দুইয়ে স্থান তাদের। তিনে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩টি হলেও মোট পদক সবার চেয়ে বেশি। দেশকে ১২টি পদক এনে দিয়েছেন তারা। 


দেশ           সোনা     রুপা   ব্রোঞ্জ   মোট

জাপান           ৪          ২       ১         ৭
অস্ট্রেলিয়া       ৪          ২      ০        ৬
যুক্তরাষ্ট্র           ৩          ৬    ৩        ১২
ফ্রান্স                ৩         ৩       ২       ৮
দক্ষিণ কোরিয়া    ৩       ২        ১       ৬
চীন                   ৩          ১       ২       ৬
ইতালি                 ১         ২       ৩       ৬
কাজাখাস্তান        ১         ০        ২       ৩
বেলজিয়াম          ১         ০         ১       ২
জার্মানি                ১         ০        ০        ১
হংকং                  ১         ০         ০        ১
উজবেকিস্তান       ১         ০         ০       ১

গ্রেট ব্রিটেন দুই রৌপ্য আর দুই ব্রোঞ্জ নিয়ে ৪ পদক নিয়ে আছে এই তালিকার ঠিক পরেই। পদক তালিকায় অবশ্য এখন পর্যন্ত নাম লিখিয়েছে আরও অনেক দেশই। ৬টি দেশ অন্তত একটি করে ব্রোঞ্জ পদক জিতে নাম উঠিয়েছে পদকের খাতায়। যেখানে আছে ভারতের নামটাও। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু।