সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠন

দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যের নাম ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।

এই কমিটি ফ্যাসিবাদের মূল থেকে উচ্ছেদ করে দেশকে পুনরুদ্ধার করার জন্য জন-সংবেদনশীল নীতি প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে কাজ করবে উল্লেখ করে পাটোয়ারী তার বক্তৃতায় বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে।

তিনি বলেন, এর আগেও এমন উত্থান ঘটেছে যা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারেনি।

খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক প্লাটফর্মের পূর্বশর্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে সকল শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে।

কমিটি শিগগিরই পর্যায়ক্রমে সারাদেশের জনসাধারণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করবে বলেও জানান তিনি।

কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নৃশংস হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, বিভিন্ন পেশাজীবী এবং বিশেষজ্ঞদের নিয়ে সংলাপের আয়োজনসহ ৮টি প্রাথমিক কাজ ঘোষণা করেছে। কমিটি যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।