সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সাথে নেপালের রাষ্টদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্টদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)-র নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

 

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নেপালের রাষ্টদূতকে স্বাগত জানিয়ে বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎখাতে নেপালের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সার্ক-এর মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে এসময় দুজনের মাঝে আলোচনা হয়।

 

রাষ্টদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-কে নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, নেপাল প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে স্বীকার (Recognize) করেছে এবং বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে বলে রাষ্টদূত জানান এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নেপাল হতে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সাথে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট Sunkoshi-3 hydropower plant স্থাপন এবং Nepal's GMR Upper Karnali Hydropower Limited (GUKHL) হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল এগ্রিমেন্ট (PSA)-এর ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

 

সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব আবদুল বাকী উপস্থিত ছিলেন।