সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে কয়েকজন কর্মকর্তার পদত্যাগসহ ১৫ দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছে যমুনা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ দুপুর ১২টা পর্যন্ত চলে। এরপর শ্রমিকেরা শাখা সড়কে গিয়ে অবস্থান নেয়।

জানা যায়, সকাল ১০টার দিকে এমট্রানেট গ্রুপের ভিলেইজ এক্সপোর্ট লি. ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা পার্শ্ববর্তী যমুনা অ্যাপারেলসের গেটে এসে কারখানাটি ছুটি ঘোষণা করতে বাধ্য করে তারা নিজেদের কারখানার সামনে চলে যায়। পরে যমুনা অ্যাপারেলস লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকেরা বাইরে বেরিয়ে এসে ১৫ দাবি উত্থাপন করে ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে কারখানার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।

 

ঘটনাস্থলে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে পুনরায় এমট্রানেট গ্রুপের শ্রমিকদের সাথে একত্রিত হয় তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, তারা ১৫ দাবি মেনে নিতে যমুনা অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায বিক্ষোভ করেন।

শ্রমিকদের দাবিগুলো হলো- হাজিরা বোনাস এক হাজার, নতুন হেলপারের বেতন ১২ হাজার ৫০০ টাকা, এডমিন ম্যানেজার কবিরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, বৃষ্টির দিনে ১০ মিনিট ছাড় দেওয়া, শ্রমিক চলে গেলে কিছু না বলা, টিফিন বিল ৫০ টাকা, শ্রনিকদের সাথে খারাপ ব্যবহার না করা এবং আন্দোলনরত শ্রমিকদের চাকুরিচ্যুত না করাসহ ১৫ দফা।

এই ঘটনায় যমুনা অ্যাপারেলস কারখানার মালিক রাকিব সাজ্জাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকেরা মহাসড়ক থেকে চলে আসলেও বিক্ষোপ চলমান রয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’