সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

শামীম ওসমানসহ ৯৯ জনের নামে মামলা

শামীম ওসমানসহ ৯৯ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. তুহিন (৩৬) হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

শুক্রবার নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ-সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রিকশাচালক তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গেলে শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে তুহিনকে গুলি করলে তার মাথায় বিদ্ধ হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।