সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

নির্বাচন মানেই গণতন্ত্র নয় বললেন ফরহাদ মজহার

নির্বাচন মানেই গণতন্ত্র নয় বললেন ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের সাথে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। সেই চর্চার জন্য সরকারকে নির্বাচন করতে হয়। 
তিনি বলেন, ‘জনগণের ইচ্ছার অভিপ্রায় তখন ঘটে, তারা যখন জানে কী ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায়। রাষ্ট্র গঠনের ব্যাপারটা সাংস্কৃতিক লড়াইয়ের সাথে জড়িত।’
আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানের পথ’ শীর্ষক আলোচনা সভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। আলোচনার আয়োজন করে নাগরিক সংগঠন ‘পাঠ চিন্তা’।
জনগণের ক্ষমতাই যে সর্বভৌম এটা নিশ্চিত করতে হবে সবার আগে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রতিবাদ করেছি, বার বার বলেছি গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধানের অধীনে নেয়া যাবে না। কিন্তু এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। যারা ক্ষমতায় এসেছেন তাদের একটাই কাজ। তা হচ্ছে জনগণের অভিপ্রায়কে লিখিত রূপ দেয়া। অবশ্য সংবিধান থাকাটা খুব জরুরি নয়। ব্রিটেন, নিউজিল্যান্ড, ইসরাইলে লিখিত সংববিধান নেই। সেসব দেশেও তো বিচার-আচার হচ্ছে।’ 
অন্যের চিন্তায় হস্তক্ষেপের মানসিকতা থেকে মাজারে হামলা হচ্ছে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘মাজারে যারা হামলা চালাচ্ছে তাদের জিজ্ঞাসা করলে বলছে মাজারে মাদক সেবন হচ্ছে। যদি সেটাই একমাত্র কারণ হয়, তাহলে তারা কেনো শহরের বড় বড় ক্লাবগুলোতে নজর দিচ্ছে না। আমি বলবো, আসুন আমরা সবাই মাদক নির্মূল করি। মাজারে গান-বাদ্য হারাম, তাহলে আসুন কনসার্টগুলো বন্ধ করে দেই। আসলে এগুলো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে অন্যের চিন্তায় হস্তক্ষেপের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।’