সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহ মালয়েশিয়ার: হাইকমিশনার ধর্মীয় বিভাজন রোধে কঠোর অবস্থান নিতে হবে : মির্জা ফখরুল পঞ্চগড়ে আজও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল আবহাওয়া ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পাবেন নির্বাচনী কর্মীরা পেঁয়াজ সীমিত আকারে আমদানির অনুমতি দেয়া হবে: কৃষি মন্ত্রণালয় ভারত বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় : প্রণয় ভার্মা মোবাইল খাতের ব্যবসায়ীরা বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা দিলেন খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে হাজির জোবাইদা রহমান শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুত সরকার: পররাষ্ট্র উপদেষ্টা মেডিকেল বোর্ডের নির্দেশনা পেলেই পৌঁছবে কাতারের বিশেষায়িত রয়েল অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন শনিবার

আগামী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ওইদিন তিনি রাত্রিযাপন করবেন। এর একদিন পর রবিবার ঢাকায় ফিরবেন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।

পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এর মধ্যদিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নতুন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার গোপালগঞ্জ সফর করবেন শেখ হাসিনা।