সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ২

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো নয়জন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম বিকাশ (২৪)।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানায়, নিউমার্কেটমুখী ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজিচালক ও বাইকআরোহীসহ দু’জন গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনায় আনুমানিক ১২ জন আহত হতে পারে বলে জানায় তারা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।