মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
 শিরোনাম
উপদেষ্টা আসিফ নজরুল ও আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন জামিনে মঞ্জুর সাবের হোসেন তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে কৃষি উপদেষ্টার বারি পরির্দশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে ঢাকাকে বসবাসযোগ্য করতে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার গভীর উদ্বেগ প্রকাশ পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, ১৪৪ ধারা ভঙ্গ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন বুধবার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন বুধবার

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী বুধবার (২ অক্টোবর) তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসবেন।

এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে।

তবে আশা করা হচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরকে ড. মুহাম্মদ ইউনূসের টানে উন্নয়ন কৌশলের অবস্থা আরো গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে। যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে।

বাংলাদেশের পদ পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন।সে সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন।