মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
 শিরোনাম
উপদেষ্টা আসিফ নজরুল ও আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন জামিনে মঞ্জুর সাবের হোসেন তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে কৃষি উপদেষ্টার বারি পরির্দশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে ঢাকাকে বসবাসযোগ্য করতে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার গভীর উদ্বেগ প্রকাশ পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, ১৪৪ ধারা ভঙ্গ

টেকনাফে বন্ধ হল পাহাড় কাটা

টেকনাফে বন্ধ হল পাহাড় কাটা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপে টেকনাফে বন্ধ করা হয়েছে পাহাড় কাটা।
সোমবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ পাহাড় কাটা বন্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে। এসময় পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় গত দুই দিন ধরে দিন-রাত প্রকাশ্যে পাহাড় কাটছে স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র। স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ১০/১২টি ট্রাকে করে পাহাড়ের মাটিগুলো সরবরাহ করা হয়। চক্রটি পাহাড়ের এ মাটি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করে আসছে।
শামলাপুর এলাকায় যে এলাকাতে পাহাড় কাটা চলছিল ওই জায়গাটি বন বিভাগের নয় জানিয়ে
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারোয়ার আলম বলেন, উপদেষ্টার নির্দেশে বন বিভাগের সহযোগিতায় টেকনাফের ইউএনও অভিযোন চালিয়ে পাহাড় কাটা বন্ধ করেছেন।