মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
 শিরোনাম
উপদেষ্টা আসিফ নজরুল ও আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন জামিনে মঞ্জুর সাবের হোসেন তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে কৃষি উপদেষ্টার বারি পরির্দশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে ঢাকাকে বসবাসযোগ্য করতে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার গভীর উদ্বেগ প্রকাশ পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, ১৪৪ ধারা ভঙ্গ

চিনের সাংহাইয়ের সুপার মার্কেটে ছুরিকাঘাতে তিন জন নিহত

চিনের সাংহাইয়ের সুপার মার্কেটে ছুরিকাঘাতে তিন জন নিহত

চিনের ঘনবসতিপূর্ণ শহর সাংহাইয়ের একটি সুপার মার্কেটে এক ব্যক্তির ছুরি হামলায় তিন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। সাংহাই থেকে এএফপি একথা জানায়।
পুলিশ জানিয়েছে, ‘ব্যক্তিগত আর্থিক বিরোধের’ কারণে হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ আরো জানায়, আহতাবস্থায় ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যায়। আহত অপর ১৫ জনের অবস্থা শঙ্কামুক্ত।
চিনে ছুরি সহিংতার অপরাধ অস্বাভাবিক কিছু নয়। সেখানে আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলে এ ধরনের হামলা ঘটছে।
 সেপ্টেম্বরে চিনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এক জাপানি স্কুল ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় টোকিওতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।