মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৬ জনের প্রাণহানি নাইজেরিয়ায় নৌকা ডুবিতে

১৬ জনের প্রাণহানি নাইজেরিয়ায় নৌকা ডুবিতে

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে কয়েকশ’ যাত্রী বোঝাই এটি নৌকা ডুবে গেলে ১৬ জনের প্রাণহানি এবং বিপুল সংখ্যক লোক নিঁখোজ হয়েছে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ জানিয়েছেন, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের জন্য যাওয়ার পথে মঙ্গলবার নৌকাটি ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু।
তিনি জানান, নৌকাটিকে প্রায় ৩শ’জন যাত্রী ছিলেন। ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় গোলযোগ দেখা দিলে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে নাইজার নদীতে নৌকাটি ডুবে গিয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
জরুরি সংস্থার প্রধান দুর্ঘটনার সুনিদিষ্ট কারণ জানাতে পারেননি তবে, ‘স্থানীয় সাহসী ডুবুরিরা’ ও স্বেচ্ছাসেবকরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করে বলে জানিয়েছেন।
জরুরি সংস্থার মুখপাত্র  ইব্রাহীম আউদু হোসেইনি বার্তা সংস্থা এএফপি’কে জাািনয়েছেন,এখনো পর্যন্ত ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে ‘২নারী ও ১৪ জন পুরুষ’ রয়েছেন।
বুধবার দিনের শেষে তিনি বলেছেন, নিঁখোজ যাত্রীদের উদ্ধারে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে। ‘আশা করছি আরো যাত্রী উদ্ধার করতে পারবো।’
দুর্বল নৌ চলাচল ব্যস্থার কারণে বিশেষ করে বর্ষাকালে পানিতে নদী ও হ্রদগুলো ফুলে ওঠে তখন নৌকা ডুবির ঘটনা সাধারন ঘটনায় পরিণত হয়।
গতমাসে ধারন ক্ষমতার বেশি ৫০ জনেরও বেশি কৃষক নিয়ে জামপারা রাজ্যের গুম্মি নদীতে ডুবে গেলে ৪০ জনেরও বেশি কৃষক প্রাণ হারায়।
নাইজেরিয়ার কানু থেকে এএফপি এ খবর জানায়।