মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে

তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে

তুরস্ক বুধবার থেকে তাদের প্রায় ২ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য জাহাজ পাঠাচ্ছে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারসিন প্রদেশের একটি বন্দর থেকে নৌ বাহিনীর দুটি জাহাজ বৈরুতের উদ্দেশ্যে রওনা হবে।
ইস্তাম্বুল থেকে এএফপি জানায়।
তুরস্কের কনস্যুলেট অফিসের হিসেব মতে আনুমানিক ১৪ হাজার নিবন্ধিত নাগরিক লেবাননে রয়েছে।
তুর্কি কর্মকর্তারা বলেছেন, লেবানন থেকে তারা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জরুরি পরিকল্পনা
করেছে, কারণ লেবাননের মাটিতে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে তুরস্ক হয়ে তৃতীয় দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য
নির্দেশনা ও নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় আরো বলেছে, প্রায় ২০টি দেশের সহযোগিতার অনুরোধে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।