ভিন দেশের নাগরিত্ব নিয়ে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছে আওয়ালী লীগের চার সংসদ সদস্য। দুবাই ভিত্তিক এক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগের ওইসব সংসদ সদস্য যেসব দেশের নাগরিকত্ব নিয়েছেন; তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ডোমিনিকান প্রজাতন্ত্র, মরিশাস, পর্তুগাল, আলবেনিয়া ও বার্বাডোস।
ভিন দেশে নাগরিকত্ব নেওয়া ৪ সংসদ সদস্যের পরচিয় পাওয়া গেছে। যারা রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার সংসদ সদস্য।
তারা নজরদারিতে রয়েছেন বলে বিদেশি ওই সূত্র জানিয়েছে।
