মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

রিমান্ড মঞ্জুর জিনাত জাহান আদরের

রিমান্ড মঞ্জুর জিনাত জাহান আদরের

কিশোরী গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার জিনাত জাহান আদরের ৫ দিনের রিমান্ড ভাটারা থানা পুলিশ আবেদন করলে ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার দুপুরে ভাটার থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকালে অভিযুক্ত ২১ বছরের তরুণী জিনাত জাহান আদরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।  

এ প্রসঙ্গে রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ব‌লেন, এক‌টি কন‌্যা‌শিশু‌কে বাসায় নির্যাতন করা হ‌য়ে‌ছে, তা বর্বরতাকেও হার মা‌নি‌য়ে‌ছে। মে‌য়ে‌টি‌কে দি‌নের পর দিন বাসায় এক প্রকার আট‌কে রে‌খে শারী‌রিক নির্যাতন চালা‌নো হয়। শিশু‌টির শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে নির্যাত‌রে ক্ষত স্পর্ষ্ট হ‌য়ে উ‌ঠে‌ছে।  ক্ষতগু‌লো রক্তাত্ব হ‌য়ে দে‌বে আছে।  সমা‌জে এমন বর্বরতার নিশ্চয় চূড়ান্ত শা‌স্তি নি‌শ্চিত হ‌বে। ছোট্ট এ কন‌্যা শিশু‌টি‌কে মা‌সের পর মাস নির্যাতন ক‌রে কাজ করা‌তেন গৃহকত্রী। মে‌য়ে‌টি আর্তনাত কর‌লেও মে‌য়ে‌টির মা বাবা কিংবা কোনো স্বজন‌দের স‌ঙ্গে কথা বল‌তে দেওয়া হ‌তো না। কা‌জের বি‌নিম‌য়ে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হ‌তো না। এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন অ‌্যাড‌ভো‌কেট নূরুজ্জামান, অ‌্যাড‌ভো‌কেট আনোয়ারুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে।

নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।