বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
 শিরোনাম
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : ড. ইউনূস বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জাপানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি নতুন মামলায় আনিসুল ও ফারুক খানসহ ৮ জন আটক বদলি ১২ পুলিশ সুপারকে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত ডিসেম্বরে শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, নামতে পারে শৈত্যপ্রবাহ জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’ : প্রধান উপদেষ্টা

আ. লীগের অপকর্মের দায় জাতীয় পার্টির নয় বলেন জিএম কাদের

আ. লীগের অপকর্মের দায় জাতীয় পার্টির নয় বলেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন, আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে তার দল জড়িত নয়।  

জিএম কাদের বলেন, আমরা আমাদের রাজনীতি করেছি, আওয়ামী লীগ করেছে তাদের রাজনীতি। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করেছি। তাদের অপকর্মের দায় আমাদের নয়।

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পরপর সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই দিন সন্ধ্যায় জাপা অফিসে হামলার ঘটনায় দলটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ শানু, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আহত হন।

জিএম কাদের বলেন, গতকাল (বৃহস্পতিবার) একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে হামলার চেষ্টা করে। কর্মীরা তাদের প্রতিহত করে। পরে রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অগ্নিসংযোগ করা হয়। তারা নাগরিক কমিটির সক্রিয় সদস্য বলে জানা গেছে।

তিনি বলেন, সমাবেশ ও সংগঠন করা অধিকার সাংবিধানিক অধিকার। জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, আমরা সংগঠন করার অধিকার প্রাপ্ত, কিছু শর্ত রয়েছে, আমরা সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাস করে না, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা কখনও টেন্ডারবাজি দখলবাজি করিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, একটি গোষ্ঠী আমাদের আওয়ামী লীগের দোসর বলে প্রচার চালানোর চেষ্টা করছে। এই বক্তব্যের কোনো জাস্টিফিকেশন নেই, এই কারণে আমরা গুরুত্ব দিইনি। এখন এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

সরকার যেমন নির্বাচনে যেতে চাপ দিত, তেমনি অন্যদিক থেকেও জোর করা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল। ২০১৪ ও ‘২৪-এর নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচন করতে বাধ্য করেছিল।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেই কেন অপরাধ হবে? সাংবিধানিক অধিকার এটা। শেষ ৩টি নির্বাচন নিয়ে তথ্য ও ইতিহাস বিকৃত করা হয়েছে। বিএনপি-আওয়ামী লীগের হামলা, মামলা ও দলীয় বিভক্তির রাজনীতির শিকার জাতীয় পার্টি হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের।