মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা রাঙ্গামাটিতে

কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি জেলায় আজ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তাদের নিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. মো. সাহিনুল ইসলাম। 

রাঙ্গামাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ ও রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউট-এর অধ্যক্ষ কৃষিবিদ মো. নাসিম হায়দার। 

এসময় অন্যান্যের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মো. সফিউজ্জামান। 

প্রধান অতিথি বলেন, কৃষকরা যদি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন তাহলে ফলন ভালো হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন ব্যায়ও কমে আসবে।
কর্মশালায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।