মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

চার ডাকাত গ্রেফতার নাটোরে

চার ডাকাত গ্রেফতার নাটোরে

নাটোর জেলা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ডাকাতি পণ্যসহ চার ডাকাতকে বুধবার রাত ১০টায় গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিজ দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

গ্রেফতারকৃত চার ডাকাত হচ্ছে নাটোর সদর উপজেলার আলাইপুর মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়ার মৃত হারুন আলীর ছেলে সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মোঃ আতারুলের ছেলে মোঃ এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের  মৃত নিরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)

অভিযানে উদ্ধারকৃত ডাকাতি পণ্যের মধ্যে রয়েছে একটি সোনার চেইন, একটি সোনার আংটি, গলিত ঝুর স্বর্ণ, স্বর্ণ বিক্রর নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি লোহার চাপাতি, একটি ছোরা ও দুইটি হাসুয়া।

পুলিশ সুপার জানান, নাটোর পৌরসভার মিরপাড়া এলাকার উত্তম কুমার সাহা এবং উত্তর বড়গাছা এলাকার স্বপন কুমার কুন্ডু বুধবার ভোর রাত ৪ টার দিকে তাদের নিজ নিজ বাড়িতে ডাকাতির অভিযোগ করে নাটোর থানায় গতকাল মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নওগাঁ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।