মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

সরকার পঞ্চগড় চিনিকল দ্রুত চালুর চেষ্টা করছে: শিল্প উপদেষ্টা

সরকার পঞ্চগড় চিনিকল দ্রুত চালুর চেষ্টা করছে: শিল্প উপদেষ্টা

পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা পঞ্চগড় চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্য আমরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। 

পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়া পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে এসে আজ শনিবার বিকেলে শিল্প উপদেষ্টা এসব কথা বলেন। 

পরিদর্শন শেষে মিল মাঠে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি। এই চেষ্টার উদ্দ্যেশেই  এখানে আসা।

ছাত্র-ছাত্রীদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে এবং তার পেশা নিয়ে গর্ববোধ করতে পারে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি।