মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ সমাপ্ত নাটোরে

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ সমাপ্ত নাটোরে

এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে জনমত গঠনে গুরুত্ব আরোপ করে জেলায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শেষ হয়েছে। 

এ উপলক্ষে আজ রোববার সকাল দশটায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিনের সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন নাটোর সদর হাসপাতালের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ রবিউল আওয়াল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়াল, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুন তাবাসসুম প্রমুখ।

‘এন্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়’ এ প্রতিপাদ্য  নিয়ে সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বিশ্ব ব্যাপী ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ৫০ লক্ষ মানুষ মারা যাচ্ছে। গবাদিপশু এবং কৃষিতেও এর নেতিবাচক প্রভাব কাজ করছে। তাই এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। চিকিৎসক এবং ফার্মাসী পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে। এন্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে পৃথক ড্রাগ লাইসেন্স প্রবর্তন এবং রেজিষ্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন সংরক্ষণ সাপেক্ষে পূর্ণাঙ্গ কোর্সের এন্টিবায়োটিক বিপণনেন জন্য নীতিমালা প্রণয়নের পরামর্শ প্রদান করেন বক্তারা।

এরআগে এ উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।