বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
 শিরোনাম
কারো নির্দেশে আমরা কোনো হত্যা বা জোরপূর্বক গুমের সাথে জড়িত হব না: র‌্যাব ডিজি সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা হাইকোর্ট নির্দেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা বিএনপি নেতা মিজানুরের জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলার জামিন সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় প্রধান বিচারপতির সঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো : নাহিদ শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : ড. ইউনূস বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি সরকারি কর্মকর্তাদের

সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট

সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট

আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ের পঞ্চম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয় আইসিসির সর্বশেষ সদস্য হওয়া আইভরি কোস্ট।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে গিয়েছিলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়ে, নিজেরাই সেখানে নাম লেখালো আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আইভরি কোস্ট।

ঘরের মাঠ লাগোসে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া। দলের পক্ষে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ।

জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের সাত ব্যাটার খালি হাতে সাজঘরে ফিরেন। সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওটাটারা মোহামেদ। নাইজেরিয়ার হয়ে বল হাতে ইসাক ড্যানলাডি ও প্রোসপার উসেনি ৩টি করে উইকেট নেন।  

দারুণ ব্যাটিং-বোলিংয়ে ২৬৪ রানের বিশাল জয় পায় নাইজেরিয়া।