বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
 শিরোনাম
উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই খালেদা জিয়ার: এ জেড এম জাহিদ পোস্টাল ভোটে অংশ নিতে ৪ লাখ ৮৫ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক সত্য হিসেবে মেনে নিতে হবে: প্রধান বিচারপতি দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন বায়ু জরুরি: বিশ্বব্যাংক সুপ্রিম কোর্ট দিবস আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১ বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার টিভিতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির রাষ্ট্র পুনর্গঠনের মূল চালিকাশক্তি ডিজিটাল রূপান্তর : তৈয়্যব

বিএনপি প্যানেলের বিজয় বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে

বিএনপি প্যানেলের বিজয় বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে

 

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত মুক্তা-রফিক প্যানেল। ২৯ নভেম্বর শুক্রবার ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, ৪৪০ ভোট পেয়ে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামর মুক্তা-রফিক প্যানেলের অ্যাড. আতাউর রহমান খান মুক্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের অ্যাড. রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট।

৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাড. রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।

বিজয়ী অন্যরা হলেন, সহ সভাপতি অ্যাড. আতিকুল মাহবুব সালাম, সহ সভাপতি অ্যাড. শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল মতিন মন্ডল, অ্যাড. এস এম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আব্দুল্লা-হীল বাকি লিপন, নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে, অ্যাড. আশাবুদ জামান আশিব, অ্যাড. নিউটন খন্দকার, অ্যাড. মিন্টু কুমার সরকার, অ্যাড. মোস্তফা শাকিল, অ্যাড. মৌসুমী আকতার।

অ্যাডভোকেট জহুরুল হক জাফর আরও বলেন, এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, জামায়াত পূর্ণ প্যানেল এবং জাসদ আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৮৬২ ভোটারের মধ্যে ৭৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।