বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
 শিরোনাম
উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই খালেদা জিয়ার: এ জেড এম জাহিদ পোস্টাল ভোটে অংশ নিতে ৪ লাখ ৮৫ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক সত্য হিসেবে মেনে নিতে হবে: প্রধান বিচারপতি দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন বায়ু জরুরি: বিশ্বব্যাংক সুপ্রিম কোর্ট দিবস আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১ বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার টিভিতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির রাষ্ট্র পুনর্গঠনের মূল চালিকাশক্তি ডিজিটাল রূপান্তর : তৈয়্যব

চাঁদপুরের মেঘনায় নৌযানে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ জন

চাঁদপুরের মেঘনায় নৌযানে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ জন

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় ৩জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চাঁদাবাজিতে অভিযুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা ,শরীয়তপুর জেলার সখীপুর থানার কাঁচিকাটা ইউনয়নের ৮নম্বর ওয়ার্ডের  মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী( বোবা সুমন) (৩০)।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির  সঙ্গে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরী ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০টাকা উদ্ধার করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পরে আদালতে পাঠানো হবে।