বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
 শিরোনাম
সরকার পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বাইডেন বিদায়ী ভাষণে অলিগার্কি সম্পর্কে সতর্ক করলেন নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করা সম্ভব : আসিফ নজরুল এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হাতাহাতি ও হামলা, অনেকে আহত অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির জাপানকে আরও বিনিয়োগের আহ্বান বিএনপি নেতা যৌন নির্যাতনের অভিযোগে বহিষ্কার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াসহ সবাইকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শিল্পকলা মানবিকতা ও ঐক্যের শাশ্বত বার্তা পৌঁছে দিতে চায়

বদলি ১২ পুলিশ সুপারকে

বদলি ১২ পুলিশ সুপারকে

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন জেলার ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ।

এতে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নাওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।