শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
 শিরোনাম
উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই খালেদা জিয়ার: এ জেড এম জাহিদ পোস্টাল ভোটে অংশ নিতে ৪ লাখ ৮৫ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক সত্য হিসেবে মেনে নিতে হবে: প্রধান বিচারপতি দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন বায়ু জরুরি: বিশ্বব্যাংক সুপ্রিম কোর্ট দিবস আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১ বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার টিভিতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির রাষ্ট্র পুনর্গঠনের মূল চালিকাশক্তি ডিজিটাল রূপান্তর : তৈয়্যব

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

শীতে থর থর করে কাঁপছে চুয়াডাঙ্গার মানুষ। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতে। দিন দিন কমছে এ জেলার তাপমাত্রা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, জেলায় বিকেল ৪টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এখানে কনকনে ঠান্ডা বাতাসের সাথে বইছে কুয়াশার দাপট। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন তারা। গরম কাপড় পরে নিজেদের শীত নিবারণের চেষ্টা করছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য মারাত্মক কষ্টকর হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ-পর্যবেক্ষক রাকিবুল হাসাম জানান, চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনের ব্যবধানে তামপাত্রা আরো কমতে পারে। শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।