শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
 শিরোনাম
উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই খালেদা জিয়ার: এ জেড এম জাহিদ পোস্টাল ভোটে অংশ নিতে ৪ লাখ ৮৫ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক সত্য হিসেবে মেনে নিতে হবে: প্রধান বিচারপতি দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন বায়ু জরুরি: বিশ্বব্যাংক সুপ্রিম কোর্ট দিবস আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১ বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার টিভিতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির রাষ্ট্র পুনর্গঠনের মূল চালিকাশক্তি ডিজিটাল রূপান্তর : তৈয়্যব

বাণিজ্য উপদেষ্টা আইসিএবি কার্যালয় পরিদর্শনে

বাণিজ্য উপদেষ্টা আইসিএবি কার্যালয় পরিদর্শনে

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর কার্যক্রম দেখতে প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করেছেন।

আজ শনিবার আইসিএবি কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টার আগমনের পর, আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন দেশের অর্থনীতিতে শৃঙ্খলা আনয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাসহ আইসিএবি’র কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। আইসিএবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উপদেষ্টা শেখ বশির উদ্দিন দেশের আর্থিক খাতের উন্নতির জন্য পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটির পরিষদকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর ব্যবস্থাসহ আর্থিক খাতের সুনির্দিষ্ট নীতি সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে আসারও পরামর্শ দেন।

আইসিএবি সভাপতি ফোরকান উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি পেশার প্রাথমিক নিয়ন্ত্রক হিসাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী সংবিধিবদ্ধ অডিট পরিচালনা করছে উল্লেখ করে তিনি পেশাগত উন্নয়নে মূল মন্ত্রণালয় হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।

অনুষ্ঠানে আইসিএবি সহসভাপতি এমবিএম লুৎফুল হাদী, সহসভাপতি মারিয়া হাওলাদার, আইসিএবি সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি কামরুল আবেদীন, নাসির উদ্দিন আহমেদ, কাউন্সিল সদস্য মো. মাহমুদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস, চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী বক্তব্য রাখেন। এ সময় আইসিএবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।