শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
 শিরোনাম
উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই খালেদা জিয়ার: এ জেড এম জাহিদ পোস্টাল ভোটে অংশ নিতে ৪ লাখ ৮৫ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক সত্য হিসেবে মেনে নিতে হবে: প্রধান বিচারপতি দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন বায়ু জরুরি: বিশ্বব্যাংক সুপ্রিম কোর্ট দিবস আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১ বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার টিভিতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির রাষ্ট্র পুনর্গঠনের মূল চালিকাশক্তি ডিজিটাল রূপান্তর : তৈয়্যব

বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান মহান বিজয় দিবস উপলক্ষে

বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান মহান বিজয় দিবস উপলক্ষে

বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আজ বিমান বাহিনীতে প্রথমবারের মত মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওদেরকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি কমিশন প্রাপ্ত অফিসারদেরকে ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমান বাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন প্রদান করা হয়।

বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার এসএম রবিউল হাসান, মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল আউয়াল, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নূরে আলম সিদ্দিকী, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আবুল হোসেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ উজ্জামান, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম সরদার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নজিমুল হক, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হাফিজুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম আতিকুল রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার খোন্দকার বদিউল আলম, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. শহীদুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট গোলাম মোস্তফা ও মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ওবায়দুল হক।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।