শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
 শিরোনাম
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে ফিরেছে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকাল লন্ডনে ফিরে গেছেন জুবাইদা রহমান হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব ময়মনসিংহে হিন্দু যুবক হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জন

ইইউ’র পূর্ণ সমর্থন রয়েছে সংস্কার কমিশনের কার্যক্রমে

ইইউ’র পূর্ণ সমর্থন রয়েছে সংস্কার কমিশনের কার্যক্রমে

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিএনপির সহযোগী সংগঠন তারেক জিয়া পরিষদের সভাপতি শাহাদাত হোসেনকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 

পূর্ব শত্রু তার জেরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ৩৪নং ওয়ার্ডের ছয়দানা ভূষির মিল এলাকায় বাসায় ফেরার সময় পথ আটকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। পরে শাহাদাতকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায় আওয়ামী সন্ত্রাসীরা। মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোমবার রাতে কিছুটা সুস্থ হয়ে অজ্ঞাত ১০-১২ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শাহাদাত হোসেন। 

অভিযুক্তরা হলেন- শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাছা থানা শাখার সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর বাদশা রাকিব ওরফে জিনজিরা রাকিব, যুবলীগ নেতা এমারত হোসেন, মোরশেদ আলী সরকার ওরফে নয়ন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ড্রাইভার, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের 

সহ-সভাপতি রাকিবুল ইসলাম ওরফে পিচ্চি রাকিব, গাছা থানা ছাত্রলীগ নেতা তানিম হাসান রনি, যুবলীগ নেতা বিপ্লব ও ছাত্রত্রলীগ নেতা মো. আকাশ। 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীসহ এলাকায় বাড়িঘর নির্মাণের সময় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। তাদের এমন অন্যায়ের প্রতিবাদ করতেন শাহাদাত। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা শাহাদাতকে পূর্ব থেকেই প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে বোর্ডবাজার থেকে বাসায় ফেরার পথে সড়ক আটকিয়ে সংঘবদ্ধভাবে এলোপাতাড়ি কুপিয়ে শাহাদাতকে মৃত ভেবে চলে যায়। এসময় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে গাছা থানায় ওসি আলী মোহাম্মদ রাসেদ যুগান্তরকে জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।