শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
 শিরোনাম
ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে ফিরেছে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকাল লন্ডনে ফিরে গেছেন জুবাইদা রহমান হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির ৪ জরুরি নির্দেশনা

বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির ৪ জরুরি নির্দেশনা

ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় ইজতেমার তিন কিলোমিটারের মধ্যে একজনের বেশি ব্যক্তির চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জিএমপি। 

বুধবার দুপুর দেড়টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক গণ বিজ্ঞপ্তি মাধ্যমে এই আদেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

আদেশ সমূহ-

 

ক) বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো।

খ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা মায়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোন মিছিল সমাবেশ করতে পারবে না।

গ) কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না।

ঘ) কোন প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই গণ বিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে সকাল ১০টার পর টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক আহত হয়। দুপুরে একই হাসপাতালে দুই গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এতেও কয়েকজন আহত হয়। দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক জায়গায় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃংখলা বাহিনী তাদের সরিয়ে দেয়।