মাঝারি শৈত্যপ্রবাহে বগুড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, সকাল থেকে কনকনে শীতে হাত-পা জমিয়ে ফেলেছে। এইভাবে ঠান্ডা চলতে থাকলে রিকশা চালানো দায়। প্রতিদিন ভোরে এসে কাজ শুরু করতে হয়। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
ওষুধ ব্যবসায়ী কামরুল হাসান জানান, গত তিন-চারদিন যাবত শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। দোকানে ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি-সর্দি ও নিউমোনিয়া রোগের স্বাভাবিকের চাইতে বেশি বিক্রি হচ্ছে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, জেলায় এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় এই মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
