শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায়

মাঝারি শৈত্যপ্রবাহে বগুড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, সকাল থেকে কনকনে শীতে হাত-পা জমিয়ে ফেলেছে। এইভাবে ঠান্ডা চলতে থাকলে রিকশা চালানো দায়। প্রতিদিন ভোরে এসে কাজ শুরু করতে হয়। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

ওষুধ ব্যবসায়ী কামরুল হাসান জানান, গত তিন-চারদিন যাবত শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। দোকানে ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি-সর্দি ও নিউমোনিয়া রোগের স্বাভাবিকের চাইতে বেশি বিক্রি হচ্ছে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, জেলায় এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় এই মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।