রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
 শিরোনাম
ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে ফিরেছে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকাল লন্ডনে ফিরে গেছেন জুবাইদা রহমান হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের লাইনে পড়েছিল ৯ ফানুস

থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের লাইনে পড়েছিল ৯ ফানুস

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধ কানে তোলেনি ঢাকাবাসী। বর্ষবরণের রাতে ঢাকার মেট্রোরেলের লাইনে এসে পড়েছে নয়টি ফানুস, যা দুর্ঘটনার কারণ হতে পারত।

মঙ্গলবার রাতে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বুধবার মেট্রোরেল চলাচল শুরুর আগেই এসব ফানুস লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। তাই সকাল থেকে চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বুধবার সকালে বলেন, ফানুস এসে যে পড়তে পারে, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমাদের চারটি টিম এমআরটি লাইন এলাকায় ভোর থেকে কাজ করেছে। লাইনে নয়টি ফানুস পাওয়া গেছে। এগুলো তারা সরিয়ে দিয়েছে। ফলে সকাল থেকে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

সোমবার মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছিল ডিএমটিসিএল।

কোম্পানির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া সেদিন এক বিজ্ঞপ্তিতে বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রো ট্রেন চলাচল করে।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে সেগুলো বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

নির্দেশনা না মেনে ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সেখানে সতর্ক করা হয়।

গত বছরও বর্ষবরণের রাতে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস গিয়ে পড়ে মেট্রোরেলের তারের ওপর। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সে সময় ৩৮টি ফানুস অপসারণ করে মেট্রোরেলের তার থেকে।