রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
 শিরোনাম
ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে ফিরেছে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকাল লন্ডনে ফিরে গেছেন জুবাইদা রহমান হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

যুক্তরাজ্য পৌঁছে সরাসরি 'লন্ডন ক্লিনিক' এ ভর্তি হবেন খালেদা জিয়া'

যুক্তরাজ্য পৌঁছে সরাসরি 'লন্ডন ক্লিনিক' এ ভর্তি হবেন খালেদা জিয়া'

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি। 

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, এই মুহূর্তে যে সকল ফর্মালিটিজ আছে, সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত ১০টায় ইনশাল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন।

তিনি বলেন, ‘লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐহিত্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএস-এর অধীন একটি হসপিটাল। সেখানে উনাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন।’

খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা জানি না, আমাদের কালকের জার্নিটা কেমন হবে। আমাদের এমনও হয়েছিল যে, আমরা ডেট করে ফেলেছিলাম, কিন্তু সেই ডেট ডিফার করতে হয়েছে ডিউ টু হার হেলথ কন্ডিশন। কাজেই কাল ১০টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। আপনাদেরকে মনে রাখতে হবে, উই আর হেন্ডলিং আ পেশেন্ট, যার মাল্টিপল ডিজিজ আছে। সেজন্য আমরা লন্ডন ক্লিনিকে- যেটি মাল্টি ডিসিপ্ল্যানারি এডভান্স সেন্টার সেখানে- নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপরে ডিসিশন হবে উনার নেক্সক্ট কোর্স অব ডিসিশন কী হবে?’

যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, ‘যদি আমাদের ওখানে (লন্ডন ক্লিনিক) সুপারিশ করে যে, ইয়েস শি নিডস; তাদের এখানে নাই, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালে নিয়ে যেতে হবে, তখন হয়ত যাওয়ার একটা প্রশ্ন আসে।’