বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
 শিরোনাম
সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটির সাজেকে সরকার পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বাইডেন বিদায়ী ভাষণে অলিগার্কি সম্পর্কে সতর্ক করলেন নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করা সম্ভব : আসিফ নজরুল এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হাতাহাতি ও হামলা, অনেকে আহত অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির জাপানকে আরও বিনিয়োগের আহ্বান বিএনপি নেতা যৌন নির্যাতনের অভিযোগে বহিষ্কার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াসহ সবাইকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক রেলমন্ত্রী মজিবুল হক এবং সাবেক এমপি শরিফুলের

দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক রেলমন্ত্রী মজিবুল হক এবং সাবেক এমপি শরিফুলের

সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়াও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন।

মজিবুল হকের আবেদনে বলা হয়েছে, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। 

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

দেশের বর্তমান বাস্তবতায় ব্যক্তি মজিবুল হক দেশ ত্যাগ করতে পারেন, মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মজিবুল হকের বিদেশ গমন রহিত করা আবশ্যক বলে আবেদনে উল্লেখ করা হয়।

শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসীনা আকতারের আবেদনে বলা হয়, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মোহসীনা আকতার ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করেছেন। 

মোহসিনা ও শরিফুল সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 

আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্ণিত আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।