রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
 শিরোনাম
ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে ফিরেছে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকাল লন্ডনে ফিরে গেছেন জুবাইদা রহমান হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য: সিনিয়র সচিব

কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের ওপর কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য। আমরা শাসক নই আমরা উন্নয়নের কাজে নেতৃত্বে দিব, সবসময় জনগণের পাশে দাঁড়াবো।

তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে জনগণের কাছে। যার যার দায়িত্ব তা ভালোভাবে বুঝে, জেনে জনকল্যাণে প্রয়োগ করতে হবে। এ দেশের জনগণকে ভালবাসতে হবে এবং বিশ্বাস করতে হবে। জুলাই বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। জনপ্রত্যাশা পূরণে সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।  

রোববার রাজধানীর ডেমরায় করিম জুট মিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়াম ‘১৩৮তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৪-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিনিয়র সচিব বলেন, এটি একটি ঐতিহ্যবাহী প্রশিক্ষণ, একটি জটিল বিষয়। এ বিষয়ে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এ প্রশিক্ষণ থেকে যা পাবেন চাকরিজীবনে এ সুযোগ আর আসবে না। এখান থেকে যত পারবেন জ্ঞান অর্জন করবেন। প্রশিক্ষণে যত কষ্ট হোক তা একসময় স্মৃতি হয়ে থাকবে। এটাই একমাত্র প্রশিক্ষণ যেখানে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। পাঁচটি ক্যাডার একসঙ্গে প্রশিক্ষণের ফলে আন্তঃক্যাডার যোগাযোগ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে মাঠে ফিরে গিয়ে জনগণের সঙ্গে কাজ করবেন। আগে যেভাবে জনগণকে দেখতেন এখন সেভাবে দেখা যাবে না। জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে নমনীয় হতে হবে। মনে রাখতে হবে, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন আধ্যায়ের শুরু করেছি। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, সঠিক সেবা দিতে হবে। 

তিনি বলেন, সব ভূমি মালিকরা সফটওয়্যারের আওতায় আসবেন। ভূমি ব্যবস্থাপনার নতুন ধারার সূচনা হবে। জনগণকে ডিজিটাল ভূমি সেবা প্রদানে নিজেকে প্রস্তুত করতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) মো. মোমিনুর রশীদ; এ ছাড়া ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিসিএস প্রশাসন, বন, বিচার, রেলওয়ে ও পুলিশের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।