রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
 শিরোনাম
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহ মালয়েশিয়ার: হাইকমিশনার ধর্মীয় বিভাজন রোধে কঠোর অবস্থান নিতে হবে : মির্জা ফখরুল পঞ্চগড়ে আজও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল আবহাওয়া ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পাবেন নির্বাচনী কর্মীরা পেঁয়াজ সীমিত আকারে আমদানির অনুমতি দেয়া হবে: কৃষি মন্ত্রণালয় ভারত বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় : প্রণয় ভার্মা মোবাইল খাতের ব্যবসায়ীরা বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা দিলেন খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে হাজির জোবাইদা রহমান শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুত সরকার: পররাষ্ট্র উপদেষ্টা মেডিকেল বোর্ডের নির্দেশনা পেলেই পৌঁছবে কাতারের বিশেষায়িত রয়েল অ্যাম্বুলেন্স

অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে।

বুধবার দুপুরে আনসার ও ভিডিপি সদরদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি জানান, আনসারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আনসার ও ভিডিপি সদস্যরা বিরতিহীনভাবে কাজ করতে পারবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬০ লাখের বেশি আনসার সদস্য রয়েছে। তাদের প্রশিক্ষণ দিয়ে আরো কিভাবে জনগণের সেবার কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত এ সব সদস্যকে উন্নত ও কার্যকরী প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরো ভালো করা যায়, তা নিয়ে আজ আলোচনা করেছি। মহা-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা নানা সমস্যা অবগত করেছেন। কিছু সমস্যা আছে, সেগুলো যত তাড়াতাড়ি সমাধান করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি।

তিনি বলেন, বিভিন্ন সমস্যা ও দুর্যোগে কিন্তু আনসার সদস্যরা বিভিন্ন বাহিনীর সাথে কাজ করে। এখানে আনসার সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করে। যেমন গত দুর্গাপূজায় আনসার সদস্যরা কাজ করেছে। আবার নির্বাচনের সময় তাদের বড় ভূমিকা থাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের (আনসার) নানা সুযোগ-সুবিধার অভাব আছে, সেগুলো আমরা দেখছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের চাকরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িতদের ধরা হবে। ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপতৎপরতায় বা অপরাধে যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, যাদের ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে। সব তো আর একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।