বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
 শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালা পবিত্র শবে বরাত উপলক্ষে প্রকৃতি প্রস্তুত বসন্তের আগমনে, প্রকৃতি সেজেছে নতুন সাজে দশ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ভেরিফিকেশন বাদ দেয়ার চিন্তাভাবনা চলছে পাসপোর্টে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিএনপি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন পুলিশ সংস্কার কমিশনের ভিকটিম ও সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়নের সুপারিশ আনসার বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুদকের মামলা সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে

দুদকের মামলা সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। 

তিনি নিজের নামে ১৬টি ব্যাংক হিসাবে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৮ টাকা জমা এবং ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৯০ টাকা উত্তোলন করে মোট ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা লেনদেন করেছেন। 

এ ছাড়াও ৮৬ হাজার ৭৯ মার্কিন ডলার জমা ও ৮৫ হাজার ৫৬৭ মার্কিন ডলার উত্তোলন করে ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শারমিন গোলন্দাজ স্বামী ফাহমী গোলন্দাজ বাবেলের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজের নামে ৩টি ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৭৯ টাকা জমা এবং ৯০ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা উত্তোলন করে মোট ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন করে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের দু’জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।