রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
 শিরোনাম
ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে ফিরেছে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হাদির জানাজাকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের ইন্তেকাল লন্ডনে ফিরে গেছেন জুবাইদা রহমান হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ নেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি: ফয়েজ আহমদ তৈয়্যব

মিরপুরে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

মিরপুরে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শো-রুমের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত ১১টা ৫৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বাসস’কে জানান, রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে দেড়ঘণ্টার চেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণরুপে নেভানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসস’কে জানান, ভবনটির নিচতলায় বাটা শো-রুমের দোকান এবং ওপরে দু’টি রেস্টুরেন্ট রয়েছে।