মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরে ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরে ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরের ৪০টি গ্রামের মানুষ আজ থেকে রোজা রাখতে শুরু করেছেন। গ্রামগুলোর অধিকাংশ মুসল্লি শুক্রবার রাতে তারাবি নামাজ আদায় করেছেন। আর ভোর রাতে সেহরি খেয়ে রোজা শুরু করেছেন।

মতলব উত্তর উপজেলার পাচআনি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে মুসুল্লিদের নিয়ে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করছেন। তারপর ভোর রাতে সেহরি খেয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা মিলিয়ে ৪০ গ্রামে প্রায় শতাব্দী কাল ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন হচ্ছে। এসব গ্রামের বাসিন্দারা সাদরা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাকের (রহ.) অনুসারী।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রোজা ও ঈদ পালনের বিষয়টি চাঁদপুরে প্রথম প্রবর্তন করে প্রয়াত মাওলানা ইসহাক (রহ.)।  ১৯২৮ সালে নিজ গ্রামে এ রীতি চালু করেন তিনি। পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় এখনও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন তারা।