রবিবার, এপ্রিল ২০, ২০২৫
 শিরোনাম
এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদ নির্মূলে : আলী রীয়াজ পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে ভর্তুকি মূল্যে : পরিবেশ উপদেষ্টা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কাল থেকে বিচারকাজ শুরু হাইকোর্টের ৪৮টি বেঞ্চে ঢাকা ও ইসলামাবাদের এফওসি প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে : পানি সম্পদ উপদেষ্টা মৎস্যের গুণগত মান এবং রপ্তানির হার বৃদ্ধি পেয়েছে: মৎস্য উপদেষ্টা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিনের জমি-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

আজ পবিত্র ‘লাইলাতুল কদর’

আজ পবিত্র ‘লাইলাতুল কদর’

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এর অর্থ ‘অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত’ বা ‘পবিত্র রজনী’। 

আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে রাতটি পালিত হবে।

মহান আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। নির্ধারণ করা হয় মানবজাতির ভাগ্য।

৬১০ সালে কদরের রাতেই  মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত মহানবী হযরত মুহাম্মদের (সা.) নিকট সর্বপ্রথম সুরা আলাক্ব-এর পাঁচ আয়াত নাজিল হয়। এরপর  আল্লাহর নির্দেশে ফেরেশতা জীবরাইল (আ.) এর বহনকৃত ওহীর মাধ্যমে পরবর্তী ২৩ বছর ধরে মুহাম্মদ (সা.) নিকট বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে বিভিন্ন সূরা নাজিল করা হয়।

পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত। (সূরা আল- কদর, আয়াত ১-৫) ’।

হাদিসে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন, ‘তোমরা রমজানের শেষ ১০ রাতে লাইলাতুল কদর  সন্ধান করো (বুখারি ও মুসলিম)’।

মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেন। কামনা করেন মহান রবের অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত।

এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাত হতে ভোর পর্যন্ত মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

এই উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এছাড়া, দেশের সব মসজিদেই তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

পবিত্র লাইলাতুল কদর/শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। 

এ ছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।