মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিএনপির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণ, মামলা ৪২ জনের বিরুদ্ধে

বিএনপির ওপর আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণ, মামলা ৪২ জনের বিরুদ্ধে

নাটোরের লালপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে বাড়িতে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণে শরিফুল ইসলাম সুজাত (৩৫) নামে এক বিএনপি কর্মীসহ গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪২ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপি কর্মী শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী (৬২) বাদী হয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ (৫৫), লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু (৬৫), লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদ হোসেন সরল (৩৮), আওয়ামী লীগ কর্মী মো. রবিউল ইসলাম ভলকানাইজসহ (৪৫) নামীয় ৪২ জন ও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হামলার পরবর্তীতে রামকৃষ্ণপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. খায়রুল বাসার ভাদুর ছেলে আরাফাত হোসেন লিপু (২৬), মো. জরিফুল ইসলাম জরিফের ছেলে মো. দ্বীপ ইসলাম (২৫), মো. আব্দুল কাদের পটু, পলাশ চেয়ারম্যানের ট্রাকের চালক মৃত সিরাজুল মণ্ডলের ছেলে মো. আবু সাদাত (৩৮), ও রুপক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফুর ছেলে মো. মেহেদী হাসান মুন (৩২) ও মো. আব্দুল কাদের পটুর ছেলে মো. মিজানুর রহমান পল্টন (৩২)।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালপুর থানা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল, থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু, সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন পুতুল বলেন, সন্ত্রাসীরা পালানোর আগেই গ্রেফতার করা না হলে আমরা চুপ করে ঘরে বসে থাকব না।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।