মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে ২ যুবকের মৃত্যু

টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে ২ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে কাইয়ুম (২৩) ও তারেক (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দু’জন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম-সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ছাদে টিকটক করছিলেন কয়েকজন যুবক। দুপুর ১২টায় ট্রেনটি উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে মোগড়া রেলব্রিজে পৌঁছলে রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তারে পেঁচিয়ে চার যুবক ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নামের একজন মারা যান। হাসপাতালে নেয়ার পর তারেক নামে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনের চিকিৎসা চলছে।নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে। তারেক স্থানীয় কসবা উপজেলার পুরকইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। খবর দেয়া হয়েছে নিহত যুবকদের আত্মীয়-স্বজনকে।