মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

এনসিপির কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ কুমিল্লায়

এনসিপির কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ কুমিল্লায়

আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 

বুধবার সন্ধ্যায় জেলার লাকসাম উপজেলা সদরের বিভিন্ন সড়কে এ গণসংযোগ করা হয়। এ সময় চাঁদাবাজির বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার দুপুরে এনসিপি কুমিল্লার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এনসিপি নেতা আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গণসংযোগে উপস্থিত ছিলেন- জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রশিদুল ইসলাম রিফাত ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান মিলন। 

এছাড়াও যুব উইং প্রতিনিধি ফারদিন আবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক মহি উদ্দিন নোবেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান।

রিফাত রশিদ বলেন, আমরা বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেবো না। দখলদারিত্ব করতে দেবো না। আমাদের নতুন রাজনীতিই হবে মেহনতি মানুষের শোষণ মুক্তির রাজনীতি।"

কেন্দ্রীয় সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমরা আহ্বান জানাই ; আওয়ামী লীগ গণহত্যাকারী দল। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করুন। অন্যথায় রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।

জাতীয় নাগরিক পার্টির লাকসাম প্রতিনিধি হিসেবে মেহেদী হাসান শাকিল, আল মাহমুদ, আশিকুল ইসলাম ও সুমন পাটোয়ারী এবং মনোহরগঞ্জ প্রতিনিধি হিসেবে মাজহারুল ইসলাম সোহেল ও লুৎফুল হাসান রুমী এতে অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাকসাম পৌরসভা আহ্বায়ক মাহফুজ আলম মিনহাজ, সদস্য সচিব আল হালিম রাফি এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও এই গণসংযোগে উপস্থিত ছিলেন।