মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

মেহেরপুর: ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ জন গ্রেফতার

মেহেরপুর: ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ জন গ্রেফতার

মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে।

 

গত শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার সময় সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি রেস্টুরেন্ট থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

 

শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং জয় খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

 

পুলিশের সূত্র জানিয়েছে, রোববার (৬ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে গ্রেফতারকৃতদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।