মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিদেশ গমনে নিষেধাজ্ঞা স্ত্রীসহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামানের বিদেশ গমনে

বিদেশ গমনে নিষেধাজ্ঞা স্ত্রীসহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামানের বিদেশ গমনে

বিএমটিএফ লিমিটেড-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রী জুয়েলা নিলুফারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

 

এছাড়া তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

আবেদনে বলা হয়েছে, সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুলতানুজ্জামান সালেহ উদ্দিন নিজের ও স্ত্রীর নামে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে মর্মে জানা যায়। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থালর সম্পত্তি হস্তান্তর করতঃ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 

 

আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।