সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক : মির্জা ফখরুল

যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা নিজেদেরকে কখনো ছোটো মনে করবেন না, বহিরাগত মনে করবেন না।

বিএনপি মহাসচিব আজ বুধবার ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব হিন্দুদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের যে কোনো রাজনীতি করার বা না করার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার, আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।’ 

মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেন, আমাদেরকে হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে। 

তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে সমাজে যে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে তার উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেয়ার মানুষ না।’

হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোঁটা দুটি ফুল।’

ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দতার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, আসুন আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। 

সত্যজিৎ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লা মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দির পাড়াস্থ মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।