সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

নারীর প্রতি সহিংসতা এবং হুমকি রুখতে সরকার একটি সোশ্যাল ফোর্স গঠন করছে : শারমীন এস মুরশিদ

নারীর প্রতি সহিংসতা এবং হুমকি রুখতে সরকার একটি সোশ্যাল ফোর্স গঠন করছে : শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, নারীর প্রতি অবমাননা, সহিংসতা, হুমকি রুখতে সরকারের পক্ষ থেকে একটি সোশ্যাল ফোর্স গঠন করা হচ্ছে।  এই ফোর্স ভিকটিমদের দোরগোড়ায় পৌঁছে যাবে, তাদের সমস্যা শুনবে এবং সমাধানে পদক্ষেপ নেবে।

একই সঙ্গে সাইবার বুলিং প্রতিরোধে একটি ইউনিট গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, 'যেখানে স্কাউট টিমের মেয়েরাসহ কয়েকশ মেয়ে কাজ করবে। যেখানে প্রতিটি সংগ্রামে মেয়েরা অগ্রভাগে ছিল তেমনি সমাজে সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, নারী সমাজকে মায়ের জাতি হিসেবে সম্মান দেখাবে, নারীরা সাহসের সাথে পথে চলবে।'

মঙ্গলবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে বাংলাদেশ স্কাউটস গার্ল- ইন- স্কাউটিং বিভাগ আয়োজিত গর্ল- ইন-স্কাউটিং দিবস, আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস গার্ল- ইন- স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মো. শামসুল হক, বাংলাদেশ স্কাউটস গার্ল- ইন -স্কাউটিং বিষয়ক জাতীয় উপকমিটির যুগ্মআহবায়ক নুরুন্নাহার রুপা শুভেচ্ছা বক্তৃতা করেন।

তিনি বলেন, 'স্কাউট যে কাজগুলো করে, যে ডিসিপ্লিন এর মধ্যে দিয়ে চলে এটা সুন্দর মানুষ হতে এবং দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করে, শুধু তাই নয় তাদের কাজের জগৎটা তাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে।'

উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্কাউটস একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। স্কাউটিং এর আদর্শ ও মূলনীতি শিশু, কিশোর ও যুব বয়সীদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তির উন্নয়ন ঘটিয়ে চরিত্রবান, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে নিজেকে যেমন তৈরি করবে, তেমনি এটি সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষার কার্যক্রম হিসেবে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করবে।'

তিনি বলেন, '২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে স্কাউটদের মধ্যে থেকে ৮ জন শহীদ হয়েছে, যা ভাষা আন্দোলনের দ্বিগুণ। ভাষা আন্দোলনে এই চারজনের জন্য সারাজীবন স্মরণ করে গেলাম কিন্তু তোমাদের এতগুলো ছেলে-মেয়ে প্রাণ দিয়ে গেলো, আমাদের মনের জগতে তা ধারণ করাটাই কঠিন। ভুলে গেলে চলবে না এ থেকে শিক্ষা নেওয়ার অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়, আমাদের এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা প্রাণ দিলো, বড়রা সুন্দর দেশ গড়াতে পারেনি বলে।'

উপদেষ্টা বলেন, '৭১ দেখেছি। ৭১ এর মুক্তিযুদ্ধে মেয়েরা ছিল অগ্রভাগে কিন্তু মেয়েদের নাম ইতিহাসে নেই। ২০২৪ এ গণ আন্দোলনেও মেয়েরা মেধা ভিত্তিক সমাজ গঠনে অগ্রভাগে থেকেও তারা হারিয়ে যাচ্ছে। তাদেরকে সামনে নিয়ে আসতে হবে।'