সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

চিন্ময়কে দুই মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে

চিন্ময়কে দুই মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে

 

আইনজীবী সাইফুল হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম এসএম আলাউদ্দীন মাহমুদ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সূত্র জানায়, রোববার সকালে আইনজীবী আলিফ হত্যা ও  রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান। আদালত এ  আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়- ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময়কে গত বছরের ২৬ নভেম্বর গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়।  গত ৫ মে আদালত এ মামলায় তাকে গ্রেফতারে দেখানোর আদেশ দেন। বর্তমানে ওই আসামি জেলহাজতে আটক আছেন। হত্যা মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা। গ্রেফতারের পূর্বে উক্ত আসামি চট্টগ্রামে এবং খুলনায় ইসকনপন্থিদের মহাসমাবেশ করেন।

মহাসমাবেশে ইসকনপন্থিদের উদ্দেশ্যে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রদান করে। তার বক্তব্যের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীর ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়।