সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

হাইকোর্টের ফৌজদারী বিবিধ শাখাকে ৪টি ও প্রথম আপীল ৩টি শাখাকে একটি শাখায় রূপান্তর

হাইকোর্টের ফৌজদারী বিবিধ শাখাকে ৪টি ও প্রথম আপীল ৩টি শাখাকে একটি শাখায় রূপান্তর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি এবং প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে এ কথা বলা হয়েছে। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্মারকে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ফৌজদারী বিবিধ শাখা। সারা দেশের সমস্ত অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালসমূহ হতে উদ্ভূত ফৌজদারী বিবিধ মামলা সমূহ প্রশাসনিক কার্যাবলী এবং নথি/ফাইল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্য এ শাখা থেকে পরিচালিত হয়। ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ফৌজদারী বিবিধ শাখায় দুই পক্ষ সাত হাজার বিয়াল্লিশটি মামলা বিচারাধীন আছে। এছাড়াও এ শাখায় প্রতি বছর প্রায় ৭০-৮০ হাজার নতুন মামলা দায়ের হয়।’

এতে আরো বলা হয়েছে, ‘ফৌজদারী বিবিধ শাখায় পর্যাপ্ত স্থান না থাকা, কর্মকর্তা-কর্মচারীগণের ডেস্ক স্থাপন করতে না পারা ইত্যাদি নানাবিধ অসুবিধার কারণে এতো অধিক সংখ্যক নথি/ফাইলের সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইতোপূর্বে হাইকোর্ট বিভাগের অন্যান্য শাখাগুলোকে বিভাগ ভিত্তিক ভাগ করায় প্রশাসনিক সুফল পাওয়া যাচ্ছে। বিদ্যমান প্রেক্ষাপটে ফৌজদারী বিবিধ শাখাকে চারটি শাখায় এবং প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হলো।’